রসায়ন থেকে আরো প্রশ্ন

Show Important Question


81) গান পাউডার তৈরি করতে নিম্নের কোনটি সবথেকে বেশি ব্যবহার করা হয়
A) ক্যালসিয়াম সালফেট
B) পটাশিয়াম নাইট্রেট
C) লেড সালফেট
D) জিংক সালফেট

82) তাপমাত্রা বাড়ার সাথে ধাতুর রোধে কি পরিবর্তন হয়?
A) কমে
B) বাড়ে
C) একই থাকে
D) উপরের কোনটিই নয়

83) জলদূষণ ঘটায় কোন্ ধাতুকল্প?
A) আর্সেনিক
B) অ্যান্টিমনি
C) ফুওরিন
D) ক্লোরিন

84) ধনাত্মক তড়িৎ আধানযুক্ত অধাতু কোনটি?
A) হাইড্রোজেন
B) অক্সিজেন
C) নাইট্রোজেন
D) হিলিয়াম

85) কোন ধাতুটি জলের থেকে হালকা ?
A) পটাশিয়াম
B) ক্যালসিয়াম
C) সোডিয়াম
D) পারদ

86) নীচের কোন ধাতুটি ভালো বাতাসে রাখা যায় না?
A) ক্যালশিয়াম
B) অ্যালুমিনিয়াম
C) সোডিয়াম
D) প্ল্যাটিনাম

87) বিশুদ্ধ ধাতু –
A) তড়িৎ পরিবহণে অক্ষম
B) আলোক প্রতিফলনে সক্ষম
C) আলোক প্রতিফলনে অক্ষম
D) তাপ পরিবহণে অক্ষম

88) নিম্নলিখিত ধাতুগুলির মধ্যে কোনটি অন্য ধাতুর সাথে যুক্ত হয়ে একটি মিশ্রণ (amalgam) তৈরি করে?
A) টিন
B) সীসা
C) পারদ
D) জিঙ্ক

89) কোন্ ধাতুটির অক্সাইড আম্লিক?
A) ক্যালশিয়াম
B) সোডিয়াম
C) পটাশিয়াম
D) ক্রোমিয়াম

90) যে ধাতু গুলির মধ্যে অশুদ্ধতা হিসাবে ধাতব অক্সাইড থাকে,সেগুলির ক্ষেত্রে কোন ধরনের ধাতু নিষ্কাশন পদ্ধতি ব্যবহার করা হয়?
A) ম্যাগনেটিক সেপারেশন
B) পোলিং
C) হাইড্রো মেটালার্জি
D) বৈদ্যুতিক পরিশোধন

91) একটি তড়িৎধনাত্মক অধাতু হল
A) হিলিয়াম
B) হাইড্রোজেন
C) পারদ
D) ব্রোমিন

92) কোন ধাতুটির অক্সাইড উভধর্মী ?
A) অ্যালুমিনিয়াম
B) আয়রন
C) ম্যাগনেশিয়াম
D) পটাশিয়াম

93) কস্টিক পটাস হলো--
A) পটাশিয়াম সালফেট
B) পটাশিয়াম হাইড্রোক্সাইড
C) পটাশিয়াম নাইট্রেট
D) পটাশিয়াম ক্লোরাইড

94) সমস্ত মৌলের মধ্যে কোন মৌলটি সর্বাপেক্ষা বেশী তড়িৎ ঋণাত্মক?
A) ক্লোরিন
B) ফ্লোরিন
C) অক্সিজেন
D) ফ্রান্সিয়াম

95) নীচের কোনটির ধাতব ও অধাতব ধর্ম দুই-ই আছে?
A) পারদ
B) ব্রোমিন
C) ফসফরাস .
D) অ্যান্টিমনি

96) সবচেয়ে হালকা মৌলটি হল
A) সোডিয়াম
B) হিলিয়াম
C) লিথিয়াম
D) হাইড্রোজেন

97) লাল লিটমাসকে ক্ষারে ডোবালে কী রঙ হবে?
A) লাল
B) সবুজ
C) নীল
D) সাদা

98) ক্ষারীয় পটাশিয়াম পাইরো গ্যালেট দ্রবণে অক্সিজেন শোষিত হয় এবং দ্রবনের বর্ণ কি হয় ?
A) বাদামি
B) সবুজ
C) কালো
D) লাল

99) সাবান যে পদ্বতিতে উৎপাদিত হয় তা হল –
A) আয়ন বিনিময়
B) সালফোনেশন
C) সাবানিকরণ
D) বাষ্পীয় পতন

100) গোবর গ্যাসের মুখ্য উপাদান হল -
A) মিথেন
B) ইথেন
C) প্রোপেন
D) ক্লোরিন